বিআরটিসি’র মহিলা এবং স্কুল বাস সেবা



বিআরটিসির বিভিন্ন রুটে মহিলা বাস সার্ভিসের সর্বশেষ গৃহীত ব্যবস্থাঃ
ঢাকা শহরের বিভিন্ন রুটে কর্মজীবি মহিলাদের দপ্তরে আনা-নেয়ার জন্য মহিলা বাস সার্ভিসে আরও বাস সংযোজন করা হয়। কর্মজীবি মহিলা ছাড়াও শুধুমাত্র মহিলাদের জন্য ১৭টি মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে।

নিম্নে রুটভিত্তিক মহিলা বাস সার্ভিসের বিবরণ দেয়া হলঃ
ক্রঃ নং
ডিপোর নাম
রুটের নাম
বাস সংখ্যা
১।
দ্বিতল বাস ডিপো
 মিরপুর-১২ হতে মতিঝিল
১টি (দ্বিতল)
২।
জোয়ারসাহারা বাস ডিপো
আব্দুল্লাহপুর হতে মতিঝিল
০১টি (একতলা)
শেওড়া বাজার (শেওড়া বাসস্ট্যান্ড) হতে এমইএস  (নেভাল হেডকোয়ার্টার)
০১টি (একতলা)
৩।
মতিঝিল বাস ডিপো
খিলগাঁও তালতলা হতে গুলিস্তান
০২টি (দ্বিতল)
নতুন বাজার, মধ্য বাড্ডা  থেকে মতিঝিল
০১টি (দ্বিতল)
নতুন বাজার, গুলশান-২ থেকে মতিঝিল
০১টি (দ্বিতল)
বনশ্রী-মতিঝিল
০১টি (একতলা)
৪।
নারায়ণগঞ্জ বাস ডিপো
নারায়ণগঞ্জ হতে মতিঝিল
০২টি (একতলা)
৫।
কল্যানপুর বাস ডিপো
মিরপুর-১০ হতে মতিঝিল
০১টি (একতলা)
মিরপুর-১৪ হতে মতিঝিল
০১টি (একতলা)
৬।
উথলী বাস ডিপো
সাভার হতে মতিঝিল
০১টি (দ্বিতল)
৭।
গাজীপুর বাস ডিপো
শিববাড়ী হতে মতিঝিল
০১টি (একতলা)
৮।
মোহাম্মপুর বাস ডিপো
মোহাম্মদপুর-(শিয়া মসজিদ)-মতিঝিল
০১টি (একতলা)
৯।
চট্টগ্রাম বাস ডিপো
নিউমার্কেট হতে বিশ্ববিদ্যালয়
০১টি (একতলা)
নিউমার্কেট-কাঠগড়- পতেঙ্গা
০১টি (দ্বিতল)

                   এক নজরে - মহিলা বাস সার্ভিসঃ
১। মোট বাস সংখ্যা              = ১৭টি ( ৭টি দ্বিতল ও ১০টি একতলা)
২। মোট রুট সংখ্যা              = ১৫টি
৩। মোট ডিপোর সংখ্যা         = ০৯টি
৪। সিট ক্যাপাসিটি            = দ্বিতল ৭৫, একতলা ৫২
৫। বাসের ধরন                      = দ্বিতল ও একতলা

স্কুল বাস সার্ভিসঃ বিআরটিসি'র মাধ্যমে বর্তমানে মিরপুর-১২-আজিমপুর ভায়া মিরপুর-১০, , টেকনিক্যাল, কল্যানপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান ও নিউমার্কেট রুটে ২টি স্কুল বাস ২৬টি প্রতিষ্ঠানের বিপরীতে নিয়মিত চলাচল করছে  এবং এ সার্ভিসটি সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত নিয়মিত মনিটর করা হচ্ছে।  সার্ভিস কে আকর্ষনীয় করার লক্ষ্যে এবং শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য ইতোমধ্যে ডিভিডি সেটসহ ২টি টিভি মনিটর প্রতিটি বাসে স্থাপন করা হয়েছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

লেন মানে না গাড়ি, নিয়ম ভাঙে যাত্রী-পথচারী

বাসে নারীদের চলাচল বিপদ এড়াতে পুলিশের ৯ পরামর্শ

বিআরটিসি’র আন্তর্জাতিক রুটে বাস সেবা