পোস্টগুলি

সৌদিয়া সিল্কির চালককে দুই মাসের কারাদণ্ড

ছবি
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে বিপজ্জনকভাবে ও অন্যান্য গাড়িকে অতিক্রম করে চালানোর দায়ে শীতাতপনিয়ন্ত্রিত সৌদিয়া সিল্কি গাড়ির চালক মোহাম্মদ মোতালেবকে (৫৫) দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। গতকাল দুপুরে কক্সবাজার থেকে সৌদিয়া সিল্কি (চট্ট-মেট্রো-ব-১১-১১৬৭) পরিবহনের যাত্রীবাহী এই বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসের চালক পটিয়া বাইপাস সড়কের একাধিক স্থানের ডিভাইডারের উল্টো পথ দিয়ে বিপজ্জনক গতিতে চালাচ্ছিলেন। ইউএনও হাবিবুল হাসান নিজে এ পরিস্থিতি দেখে গাড়িটির পেছনে পেছনে এসে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় গাড়িটি জব্দ করেন। গাড়ির যাত্রী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মুরাশত হোসেন ইউএনও এবং প্রথম আলোকে বলেন , সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার থেকে গাড়িটি ছাড়ার পরই দ্রুতগতিতে চালক চালাচ্ছিলেন। এমনকি তিনি বেশ কয়েকবার অন্য গাড়িতে অতিক্রম করেন। চালককে এভাবে গাড়ি না চালাতে যাত্রীরা অনুরোধ করলে তিনি উল্টো ধমক দেন। ইউএনও হাবিবুল

কাল শুরু হচ্ছে ঢাকা-দার্জিলিং-সিকিম বাস সার্ভিস

ছবি
ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিমে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বাস সার্ভিস। আগামী ১২ ডিসেম্বর এই সার্ভিসের ট্রায়াল রান যাত্রাটি হবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সূত্রে জানা গেছে। রাজধানীর মতিঝিল থেকে ছাড়বে বাস দুটি বিআরটিসি’র চেয়ারম্যান এহছানে এলাহী এ বিষয়ে বলেন, ১২ ডিসেম্বর দু’টি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে। রাজধানীর মতিঝিল থেকে ছাড়বে বাস দুটি। পাঁচ দিনের সফর শেষে ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসবে বাসগুলো। ১২ ডিসেম্বরের যাত্রাটি ট্রায়াল রান হবে উল্লেখ করে তিনি আরও বলেন,  ঢাকা-সিকিম রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চালু করতেই ট্রায়াল রানটি চালানো হবে। ঢাকা থেকে ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে বলে জানা গেছে। ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার, আর ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার। নতুন এই বাস সার্ভিস চালু হলে ভারতের এই দুটি পর্যটন গন্তব্যে আগের চেয়ে  সহজে ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন ভ্র

বাসে নারীদের চলাচল বিপদ এড়াতে পুলিশের ৯ পরামর্শ

ছবি
গণপরিবহনে মেয়েদের প্রায়ই শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তাই গাড়িতে নিরাপদে চলাচলের জন্য মেয়েদের কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। এই পরামর্শগুলোর মধ্যে আছে- কোনো গাড়িতে যাত্রীসংখ্যা পাঁচ থেকে সাতজনের কম হলে সেই গাড়িতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকতে হবে। নারী যাত্রীকে অধিক যাত্রীসংবলিত গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। নারী যাত্রী যতই ক্লান্ত থাকুন না কেন একা ভ্রমণের সময় গাড়িতে কিছুতেই ঘুমানো যাবে না। গাড়িতে উঠার সময় গাড়ি যাত্রীতে পূর্ণ থাকলেও বিভিন্ন স্টপেজে যাত্রী নামতে নামতে যদি যাত্রীসংখ্যা ১০-এর কাছাকাছি পৌঁছে যায়, তাহলে গাড়ি থেকে নামার আগ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন পরিস্থিতিতে গাড়ির এমন কোনো সুবিধাজনক সিটে বসতে হবে যে স্থান থেকে গাড়ির হেলপার, কন্ডাক্টর ও ড্রাইভারসহ অন্যান্য যাত্রীর ওপর সজাগ দৃষ্টি রাখা সম্ভব। প্রয়োজনে পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কাউকে মোবাইল ফোনে কল করে একটু উচ্চশব্দে (গাড়ির ভিতর থাকা অন্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে) গাড়ির নাম, বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখা যেতে পারে। এম

মার্চের মধ্যে ঢাকায় নামবে ছয় কোম্পানির বাস

ছবি
 রাজধানীতে ছয়টি কোম্পানির অধীনে বাস নামানোর বিষয়ে আগামী মার্চের মধ্যেই একটি সিদ্ধান্তে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ মাসের শেষ সপ্তাহে সদরঘাট থেকে ডেমরা হয়ে রামপুরা পর্যন্ত চক্রাকার বাস চালু হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, আগামী মার্চে গণপরিবহনে শৃঙ্খলা আনার বিষয়টি দৃশ্যমান হবে। এই মাসের শেষের দিকে ঢাকার বাস কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে বৈঠকে হবে। সেখানে বাস রুট ফ্র্যাঞ্চাইজির বিষয়ে সিদ্ধান্ত আসবে। আশা করছি আগামী মার্চের মধ্যেই ঢাকা শহরে ছয়টি কোম্পানির অধীনে ২২টি রুটে বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। মার্চে কিছু রুটে পরীক্ষামূলকভাবে বাস চালাতে পারব। সদরঘাট-রামপুরা চক্রাকার বাস সেবার বিষয়ে তিনি বলেন, বাসগুলো সদরঘাট থেকে ছেড়ে ধোলাইখাল, যাত্রাবাড়ী, ডেমরার স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা পর্যন্ত যাবে। একইভাবে রামপুরা থেকে সদরঘাট পর্যন্ত চলবে। সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএর চেয়ারম্যান মো. কামরুল আহসান, বিআরটিস

বাস লাভার দেলোয়ার জাহান কে বাঁচাতে এগিয়ে আসুন

ছবি
একজন বাস লাভার, বাস লাভিং কমিউনিটির সদস্য, আমাদের সবার প্রিয় দেলোয়ার জাহান দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বর্তমানে উনি প্রায় নিঃস্ব। অল্প কিছুদিনের মধ্যেই তাকে ভারতে গিয়ে কেমোথেরাপি নিতে হবে। এর জন্য প্রচুর অর্থ প্রয়োজন। সবার কাছে আকুল আবেদন , আসুন আমরা সাধ্যমত একটু সহযোগিতার হাত বাড়িয়ে উনাকে বাচিঁয়ে তুলি। এত বড় গ্রুপ আমাদের , আমার বিশ্বাস আমরা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই ইনশা আল্লাহ উনার চিকিৎসার ব্যাবস্থা হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ Delour Jahan Dutch bangla bank Account no: 1571511609 শাহজাদপুর শাখা , সিরাজগঞ্জ বিকাশ পারসোনাল নাম্বারঃ   01617 - 101515 (সুত্রঃ বাস লাভার ফেসবুক গ্রুপ)

ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ উন্মোচন করবো: শাজাহান খান

ছবি
নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আয়ের উৎস ও সম্পদের হিসাব খুঁজে বের করে তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। রোববার (৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা জেলা মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নামে-বেনামে নানা অনিয়ম রয়েছে করেন উল্লেখ করে জনসম্মুখে তার মুখোশ উন্মোচনের ঘোষণা দেন সাবেক এ নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন , ‘ নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে ইলিয়াস কাঞ্চন অর্বাচীনের মতো কথাবার্তা বলেন। দক্ষ চালক তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। বরং নামে-বেনামে ইলিয়াস কাঞ্চন নানা অনিয়ম করেন। এগুলো জনসম্মুখে তুলে ধরা হবে , তার মুখোশ উন্মোচন করা হবে। ’ শাজাহান খান বলেন , ‘ এক জ্ঞানপাপী আছেন আমাদের দেশে সে হলো ইলিয়াস কাঞ্চন। আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনি দেশি বিদেশি এনজিওর নামে টাকা নিয়ে আসছেন তার বিনিময়ে কয়টা স্কুল করেছেন , কয়জনকে ট্রেনিং দিয়েছেন এ প্রশ্নের উত্তর দিতে পার

সচিবালয়ের আশপাশে ঘোষিত ‘নীরব এলাকা’য় হর্ন বাজালে জেল

ছবি
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের আশপাশে ঘোষিত ‘ নীরব এলাকা ’ য় যানবাহনের হর্ন বাজালে সরকারের প্রণীত বিধিমালা অনুযায়ী জেল-জরিমানা শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট , পল্টন মোড় , সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা নীরব জোন বা নো হর্ন জোন হিসাবে হর্ন বাজালে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন গাড়ির চালক।   পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে গত ২৫ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ ‘ নীরব জোন ’ হিসাবে কার্যকরের সিদ্ধান্ত হয়। শব্দ দূষণের মারাত্মক ক্ষতি থেকে রেহাই দিতে এ সিদ্ধান্ত হয়।   আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী , ‘ নীরব জোন ’ জিরো পয়েন্ট , পল্টন মোড় , সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো যাবে না।   নীরব জোন ’ কার্যকর করতে রোববার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।   সভায় জানানো হয় , বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রণীত ‘ শব্দদূষণ