পেশাগত দায়িত্ব পালনে রাজধানীর শ্যামলী থেকে মোটরসাইকেল যোগে নিউমার্কেট যাচ্ছিলেন শাহরিয়ার হাসান নামে এক সংবাদ কর্মী। পথে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ব্যবহৃত পাজেরো জিপ তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে শাহরিয়ার পড়ে গিয়ে আহত হন। শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডি-২৭ মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ সদর দফতরে অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী সাংবাদিক শাহারিয়ার হাসান। তিনি অনলাইন নিউজ পোর্টাল বার্তা-২৪ এর অপরাধ বিষয়ক প্রতিবেদক। শাহরিয়ার অভিযোগ করেন , “ ধানমন্ডি-২৭ নম্বর মোড়ে হঠাৎ করেই একটি পাজেরোজিপ আমার বাইকের পেছনে ধাক্কা দেয়। তখন বাইকটি গিয়ে সামনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে এবং আমি রাস্তায় পড়ে যাই। এরপর আমি কোনোমতে উঠে দাঁড়াই , তবে ধাক্কা দেওয়া পাজেরো জিপটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তখন ওই গাড়ির পিছু নেই এবং এক পর্যায়ে গাড়িটির গতিরোধ করে দাঁড় করাই। চালককে নামতে বললে তখন তিনি ইশারায় রাস্তা ছেড়ে দিতে বলেন। পরে পুলিশের পোশাক পরিহিত ওই চালক গাড়ি থেকে নেমে প্রশ্ন করেন , ‘ কী হয়েছে ?’ আমি গাড়ির ভেতরে কে আছে তাকে নামতে বলি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণও জানতে চাই...