বাস লাভার দেলোয়ার জাহান কে বাঁচাতে এগিয়ে আসুন


একজন বাস লাভার, বাস লাভিং কমিউনিটির সদস্য, আমাদের সবার প্রিয় দেলোয়ার জাহান দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বর্তমানে উনি প্রায় নিঃস্ব। অল্প কিছুদিনের মধ্যেই তাকে ভারতে গিয়ে কেমোথেরাপি নিতে হবে। এর জন্য প্রচুর অর্থ প্রয়োজন।
সবার কাছে আকুল আবেদন, আসুন আমরা সাধ্যমত একটু সহযোগিতার হাত বাড়িয়ে উনাকে বাচিঁয়ে তুলি। এত বড় গ্রুপ আমাদের, আমার বিশ্বাস আমরা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই ইনশা আল্লাহ উনার চিকিৎসার ব্যাবস্থা হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
Delour Jahan
Dutch bangla bank
Account no: 1571511609
শাহজাদপুর শাখা, সিরাজগঞ্জ

বিকাশ পারসোনাল নাম্বারঃ  01617-101515


(সুত্রঃ বাস লাভার ফেসবুক গ্রুপ)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

‘স্যরি কেন বলবো? ভেতরে ডিআইজি স্যার আছেন’

সৌদিয়া সিল্কির চালককে দুই মাসের কারাদণ্ড

নসিমন করিমনে বিপজ্জনক মহাসড়ক